আজকের দিনে প্রায় বিস্মৃত ফাল্গুনী মুখোপাধ্যায় ছোটদের জন্য বেশ কিছু দুর্দান্ত রচনা বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তারমধ্যে রয়েছে আদিত্য প্রকাশনী থেকে প্রকাশিত শিকদার মশাইকে নিয়ে বেশ কিছু দুর্দান্ত রচনা, যার ভিলেন চরিত্র ডাঃ কিউ - তাঁর কিছু আমরা এখনে নিয়ে আসার চেষ্টা করব।
এই বই গুলোর আরো একটি আকর্ষন নারায়ন দেবনাথের অসাধরন প্রচ্ছদ ও অলঙ্করন।
এই সিরিজটি পরবর্তীতে বেঙ্গল পাবলিশার্স দুর্জয় কিশোর গ্রন্থমালা সিরিজ নামে কিছু বইয়ের নাম পালটে নতুন করে প্রকাশ করে।
বেঙ্গল পাব্লিশার্স এর নামকরন করে "ওঙ্কারের টংকার"
বেঙ্গল পাব্লিশার্স এর নামকরন করে "কালপুরুষ ডাঃ কিউ"
বেঙ্গল পাব্লিশার্স এর নামকরন করে "ব্লাড ব্যাঙ্কার"
ডাউনলোড - ৪. সুড়ঙ্গ পথের রহস্য
বেঙ্গল পাব্লিশার্স এর নামকরন করে "লাল বাবুর লাশ"
বেঙ্গল পাব্লিশার্স এর নামকরন করে "কালো রুমাল"
.jpg)




অত্যন্ত লোভনীয় কাজ হচ্ছে। প্রচুর ধন্যবাদ।
ReplyDeleteদয়া করে ফাল্গুনী মুখোপাধ্যায়ের রচিত যত উপন্যাস আছে সবগুলি একে একে আপলোড দিন
ReplyDeleteonek dhonnobad erokom durlabh boiguli deowar jonno.
ReplyDelete