বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
জন্ম - ১৯৪০                                                                                        মৃত্যু - ১৮ই সেপ্টেম্বর, ২০১৫
                                                                                                                                     কলকাতা, ভারত

ছদ্মনাম ঃ সোমনাথ

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়৷ যুগান্তর পত্রিকার প্রাক্তন ক্রীড়া সম্পাদক শান্তিপ্রিয়বাবু জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন শুকতারা ও নবকল্লোল পত্রিকা সম্পাদনার সঙ্গে৷ খেলা নিয়ে বারোটি জনপ্রিয় বই লেখার পাশাপাশি তিনি লিখেছেন অন্য বিষয় নিয়ে দশটির বেশি উপন্যাস৷ এর মধ্যে জনপ্রিয়তা পায় ‘তিন কন্যার কাহিনী’, ‘দেবী’, ‘কলঙ্ক’৷ তাঁর লেখা ২১ টি রহস্য সিরিজও বেশ জনপ্রিয়তা পায়৷ সোমনাথ ছদ্মনামে তিনি লেখেন অনেক ভ্রমণ কাহিনীও৷ ছোটদের জন্য তিনি রহস্য রোমাঞ্চ সিরিজ রচনা করেন। 

ষাটের দশকে শুকতারা, বসুমতী পত্রিকায় লেখালেখি শুরু তাঁর৷ পরে যোগ দেন যুগান্তরে৷ মাঝে এরিয়ানের হয়ে ক্রিকেটও খেলেন তিনি৷ ভদ্রতা ও সৌজন্যবোধের জন্য খেলার মহলে সুপরিচিত।

তাঁর বিখ্যাত রচনা গুলির মধ্যে আছে ক্রিকেট খেলার আইন কানুন, ফুটবল খেলার আইন কানুন, ব্যাটের রাজা গাভাসকর, বলের রাজা পেলে, ফ্রি-কিক, ক্রিকেটের পাঁচ অধিনায়ক, ক্লাবের নাম ইস্টবেঙ্গল, ক্লাবের নাম মোহনবাগান, তীরন্দাজ, সোনার ছেলে মারাদোনা, সৌরভ, সুরঙ্গ রহস্য ইত্যাদি।

শিশু সাহিত্যের জন্য তিনি বিদ্যাসাগর শিশু সাহিত্য পুরষ্কারে ভূষিত হন।

১৮ই সেপ্টেম্বর, ২০১৫ সালে কলকাতায় পঁচাত্তর বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন শান্তিপ্রিয়বাবু ৷

কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment