বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

প্রিয়নাথ মুখোপাধ্যায়

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

প্রিয়নাথ মুখোপাধ্যায়


জন্ম - ১৮৫৫                                                                                                                      মৃত্যু - ১৯৪৭
পশ্চিমবঙ্গ, ভারত                                                                                    বিকানির, রাজস্থান, ভারত

কমলা মুখোপাধ্যায় ও লক্ষীজনার্দন মুখোপাধ্যায়ের পুত্র প্রিয়নাথ মুখোপাধ্যায়-এর জন্ম ১৮৫৫ সালে। তিনি  সুনামের সঙ্গে কলকাতা পুলিশ বিভাগে দীর্ঘ ৩৩ বছর (১৮৭৮ - ১৯১১) কাজ করেছেন। পুলিশী অভিজ্ঞতার বা নানা কেসের অন্তত সচারু সাহিত্য রূপ দিয়েছেন। দারোগার দপ্তর নামক মাসিক পত্রিকার (১৮৯২ - ১৯১৯) বা সিরিজের সম্পাদকও ছিলেন তিনি। মোট ২০৬ খন্ডে এটি প্রকাশিত হয় ১৮ বছর ধরে। ১৪ বছর চাকুরীর পর প্রথম লেখা শুরু করেন এবং অবসর নেবার পর আর কোনো দারোগার দপ্তর প্রকাশ হয় নি।

তাকে বাংলা ক্রাইম ফিকশনের জনক বলে অভিহিত করা যেতেই পারে। সম্ভবত দারোগার দপ্তর দিয়েই বাংলা ডিটেকটিভ কাহিনী শুরু হয়। তিনি নিজে ছিলেন পুলিশ কর্মচারী, ফলে প্রত্যক্ষ্য অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বেশ কিছু কাহিনী লিখেছিলেন। তবে সব কাহিনীর যে বাস্তব ভিত্তি ছিল তা নয়। নানা বিদেশী কাহিনীরও অনুবাদ করেছিলেন। লেখার মান খুব উঁচুদরের না হলেও তার বইয়ের বিক্রি ছিল ঈর্ষনীয়। 

মজার ব্যাপার প্রিয়নাথ যখন দারোগার দপ্তর লিখছেন সেই সময়ে বিলেতে স্ট্র্যান্ড পত্রিকায় আর্থার কনান ডয়েল পরপর শার্লক হোমসের কাহিনী লিখে যাচ্ছেন, কিন্তু প্রিয়নাথ তাতে প্রভাবিত নন, তিনি ফ্রাঁসোয়া ইউজিন ভাদুর আদলে অপরাধ কাহিনী লিখছেন পুলিশী দৃষ্টিভঙ্গীতে। হোমস ওয়াটসনের ছায়া এসে পড়তে আরও পনের কুড়িবছর লেগেছিল যখন পাঁচকড়ি দে সৃষ্টি করলেন দেবেন্দ্রবিজয় আর অরিন্দম।

তার সাহিত্য কর্মের মধ্যে দারোগার দপ্তর ছাড়াও আছে খুন না চুরি?, আদরিণী (১৮৮৭), ডিটেকটিভ পুলিস (৬ খণ্ড), বনমালী দাসের হত্যা (১৮৯১), তান্তিয়া ভিল, ঠগি কাহিনী, বুয়র ইতিহাস ইত্যাদি।


১৯৪৭ সালে মতান্তরে ১৯১৭ সালে এই প্রথিতযশা লেখকের মৃত্যু হয়। 

কৃতজ্ঞতা -  অবসর.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

1 comment:

  1. আমি নতুন সদস্য, পুরনো সবাইকে অজস্র ধন্যবাদ - এত সুন্দর একটি সংস্থাকে সুস্থ ভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য। আমাদের সংস্থার দীর্ঘ জীবন কামনা করি।

    ReplyDelete