বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

নটরাজন

  বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে


নটরাজন




জন্ম -  ১৯২৯, নভেম্বর ২৫                                                                                                 
বরিশাল, বাংলাদেশ
                                                             


নটরাজন এর আসল নাম হরিশ্চন্দ্র গাঙ্গুলী। বর্তমান বাংলাদেশের বরিশালে ১৯২৯ সালের ২৫শে নভেম্বর তার জন্ম। মূলত ক্রাইম ফিকশন লেখক হিসেবে পরিচিত। মূখ্য হস্তরেখা বিশারদ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মি ছিলেন ১৯৭৪ থেকে ১৯৮৭ পর্যন্ত।

তার বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে লাল বাজার, আমি পাকিস্তানি গুপ্তচর, পুলিশ সাহেব, পুলিশাসুর, পুলিশেশ্বর, ওরা সেই পুলিশ, পদ্মা নদীর পানি, প্রমীলা মহল, স্কটল্যান্ড ইয়ার্ড, মন্দাকিনী, থানার মাটি নোনা, ডাউরি, রক্ত রহস্য রমনী, সম্রাট, কালের কপোল তলে, প্রেম অভিসারে, রাজনাগিনী, বিপ্লবেশ্বর, বহ্নিলিপি, চক্রী ও চক্রান্ত, লগ্নভ্রষ্টা, লুপ্তগান্ধার, বলয়গ্রাস, মেয়ে পুলিশের ডায়েরী ইত্যাদি।

ছোটদের জন্য লিখেছেন বগী এলো দেশে, ডানপিটে ভগবান।

১৯৮৫ সালে তিনি বঙ্গ শিশু সাহিত্য পরিষদ পুরষ্কারে ভূষিত হন।


কৃতজ্ঞতা - অনির্বাণ দে। 

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔক - নপ - ম, শস, ষ, র, ল, য, হ, ক্ষ















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment