বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে
অনীশ দেব
অনীশ দেব
জন্ম - ১৯৫১, ২২শে অক্টোবর মৃত্যু - ২০২১, ২৮শে এপ্রিল
কলকাতা, ভারত কলকাতা, ভারত
অনীশ দেব নতুন প্রজন্মের কাছে এক জনপ্রিয় লেখক। মূলত কল্পবিজ্ঞান ও রোমাঞ্চ রচনার জনপ্রিয় লেখক অনীশ দেব মূলত একজন ভারতীয়, কিন্তু তিনি বাংলাদেশও সমান জনপ্রিয়।তার লেখার মূল বিষয় ডিটেকটিভ, সায়েন্স ফিকশন,অনুবাদ ও রহস্যময়তা।
একমাত্র অনীশ দেব ছাড়া অন্য কারো রহস্য-রোমাঞ্চ সাহিত্যের কোনো নিদর্শন এই মুহূর্তে বাজারে না থাকা হয়তো জঁর ফিকশনের অনিবার্য নশ্বরত্বকেই চিহ্নিত করে। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য এখনও তাঁর হাত ধরেই বেঁচে আছে। তাঁর লেখালেখির শুরু সতেরো বছর বয়সে মাসিক রহস্য পত্রিকায়। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৬৮-তে অধুনালুপ্ত মাসিক রহস্য পত্রিকায়।
তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে তেইশ ঘন্টা ষাট মিনিট, ষাট মিনিট তেইশ ঘন্টা, ভয়পাতাল, পাতাল ঝড়, ভূতনাথের ডায়েরি, অশরীরী ভয়ঙ্কর, দেখা যায় না শোনা যায়, এক বিন্দু সন্দেহ প্রভৃতি। এছাড়াও তিনি সাহিত্য সঙ্কলন সম্পাদনার ক্ষেত্রেও এক উজ্জ্বল ছাপ রেখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য শতবর্ষের সেরা রহস্য উপন্যাস, রহস্য রোমাঞ্চ গোয়েন্দা পত্রিকার সেরা ১০০ গল্প, রক্ত ফোটা ফোটা, বিশ্বের সেরা ভয়ঙ্কর ভূতের গল্প ইত্যাদি। পদার্থ বিজ্ঞানের এম.টেক. ও পি.এইচ.ডি. ডিগ্রিধারী বিজ্ঞানের প্রফেসর অনীশ দেব বিজ্ঞানের নানা ক্ষেত্র এত সাবলীল ভাবে তাঁর নানা বইতে তুলে ধরেছেন তাঁর বিজ্ঞান যখন ভাবায়, বিজ্ঞানের হরেক রকম, রোমাঞ্চকর ধূমকেতু, কেমন করে কাজ করে যন্ত্র প্রভৃতি বইয়ের মাধ্যমে।
লেখালেখির পাশাপাশি তিনি অনুবাদের কাজও করেছেন। কিছুদিন ছোটদের পত্রিকা কিশোর বিস্ময় সম্পাদনাও করেন। পাশাপাশি ব্যবহারিক পদার্থবিদ্যার উপর লেখা তার কিছু ইংরেজি বই রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সংকলন গ্রন্থ সম্পাদনার কাজেও নিযুক্ত ছিলেন।
বাংলা সাহিত্যজগতে অবদানের জন্য তিনি পেয়েছেন প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার (১৯৯৮), ড. জ্ঞানচন্দ্র ঘোষ জাতীয় পুরস্কার (১৯৯৯)। ২০১৯ সালে কিশোর সাহিত্যে সার্বিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাঁকে বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত করা হয়।
২০২১ সালের ২৮শে এপ্রিল মহামারি রূপ নেওয়া রোগ করোনা এই প্রথিত যশা সাহিত্যিকের প্রাণ কেড়ে নেয়।
কৃতজ্ঞতা - Wikipedia.
নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।
অ - ঔ | ক - ন | প - ম, শ | স, ষ, র, ল, য, হ, ক্ষ |
---|---|---|---|
একটি আবেদন -
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান -
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন
babuipakhi819@gmail.com
dhur নাম দেখাই যাচ্ছে না তো ক্লীক্ করা।
ReplyDeleteপেজ টা এখনো কমপ্লিট হয় নি। ওনার বই গুলো, যে গুলো পোস্ট হয়েছে, সেগুলো টেবিলে আসবে।
Delete