বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

চিত্তরঞ্জন মাইতি

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

চিত্তরঞ্জন মাইতি
জন্ম -                                                                                                               মৃত্যু -  
মেদিনীপুর, প.বঙ্গ, ভারত                                                                                        কলকাতা, ভারত

আধুনিক কালের অন্যতম জনপ্রিয় লেখক, গল্পকার ও ঔপন্যাসিক। শিশু-সাহিত্যিক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেছেন। শিশুদের জন্য তাঁর ছড়ার বইও খুব জনপ্রিয় হয়। তাঁর প্রথম লেখা গল্প প্রকাশিত হয় শিশু সাথি পত্রিকায়, যখন তিনি স্কুলে পড়তেন। পরবর্তীতে তিনি কলকাতার একটি কলেজে বাংলা ভাষার অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

তাঁর বেশ কিছু উপন্যাস নিয়ে সিনেমা করা হয়েছে। তাঁর লেখা বিভিন্ন দেশী ও বিদেশী ভাষায় অনুবাদ করা হয়েছে।

তাঁর বিশাল রচনা সম্ভারের মধ্যে রয়েছে ছড়া ছবিতে বর্ণপরিচয় (১৯৮০), মরু মৃগয়া (১৯৮৬), মোহিনী (১৯৮৫), নামকরণ অভিধান (১৯৯০), অগ্নিকন্যা (২০০৮), লীলা সঙ্গম (১৯৮৯), দূরের বাঁশী (২০০৫), অক্ষয়বটের কড়চা (১৯৯৭),  জয়ীতা (১৯৯১), শাহজাদা শুজা (১৯৯৩) প্রভৃতি।


কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment