বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

সঞ্জীব চট্টোপাধ্যায়

div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

সঞ্জীব চট্টোপাধ্যায়
জন্ম - ২৪শে অক্টোবর, ১৯৩৬                                                               
 কলকাতা, ভারত

সৃষ্ট চরিত্র ঃ রুকু সুকু, বড়মামা ও ছোটমামা।

ছদ্মনাম ঃ সঞ্জয়


তিনি ১৯৩৬ সালের ২৪শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহন করেন। পাঁচ বছর বয়সে মায়ের মৃত্যুর পর, সঞ্জীবের বাল্যকাল কাটে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা এবং হুগলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাগ্রহন করেন । স্কটিশ চার্চ কলেজ, কলকাতা থেকে রসায়ন বিদ্যায় অনার্স পাশ করেন তিনি। 

সরকারি চাকরি করেছেন বেশ কয়েক দিন। রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় একটি সিনেমা পত্রিকায়। সরকারি চাকরিতে থাকাকালীন বেতার ও দূরদর্শনের নানা শিল্পসংক্রান্ত লেখা ও লিখতেন। পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে তিনি আনন্দবাজার পত্রিকা সংস্থার দেশ পত্রিকায় যোগ দেন।

বাংলা সাহিত্যে সঞ্জীব চট্টোপাধ্যায় এমন একজন লেখক, যার লেখায় বিদ্রুপাত্মক মিশ্রিত অভিব্যক্তি অত্যন্ত ভাল, সঙ্গে ভাষার প্রাণচাঞ্চল্য।  রঙ্গ ও ব্যঙ্গের লেখাই শুধু নয় নানা ধরনের লেখায় পারদর্শী সঞ্জীব।  

তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন । তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে । ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয় । তাঁর সৃষ্ট ছোটদের চরিত্রের মধ্যে বড়মামা ও ছোটমামা প্রধান । ছোটদের জন্য তিনি লিখেছেন অগুন্তি অসাধারন রচনা। তাঁর মধ্যে উল্লেখযোগ্য রুকুসুকু, কলকাতার নিশাচর, বুনো ওল আর বাঘা তেঁতুল, দুই মামা, গুপ্তধনের সন্ধানে, কলিকাতা আছে কলিকাতাতেই, বড়মামার কীর্তি ইত্যাদি।

তাঁর অন্যান্য বিখ্যাত রচনা গুলির মধ্যে রয়েছে আহাম্মক, একা, বাড়িবদল, পায়রা, শাখা প্রশাখা, ভারতের শেষ ভূখণ্ড, লোটাকম্বল, হালকা হাসি চোখের জল, বারুদ, বুলেট, বসবাস, রসেবসে, কিচিরমিচির, সুখ , মাপা হাসি চাপা কান্না প্রভৃতি।

শেষ জীবেনে তিনি রামকৃষ্ণের ওপর গবেষনায় রত হন। একজন সাহিত্যিক, যিনি বিবেকানন্দ ও রামকৃষ্ণের ভাবধারায় নিজেকে মিলিয়ে নিয়েছেন, তাঁর লেখনি দিয়ে একের পর এক রামকৃষ্ণ ও সমসাময়িক মনিষিদের জীবনী বেরিয়ে এসেছে।

সঞ্জীব চট্টোপাধ্যায় ১৯৮১ সালে আনন্দ পুরস্কার পান। ২০১৮ সালে "শ্রীকৃষ্ণের শেষ কটা দিন" ছোটগল্পের কারণে, সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী হন।

কৃতজ্ঞতা - Wikipedia.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

1 comment:

  1. Cancer written by Sanjiv Chattopadhyay please upload

    ReplyDelete