বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

Saturday, 20 April 2024

অনবদ্য শিকার কাহিনী

 আমরা এই পোস্টে নিয়ে আসব কিছু অনবদ্য শিকার কাহিনী

আমাদের আরো এক নতুন সহযোগী সুদীপ্ত শিকদার সুদূর নাইজেরিয়া থেকে এই বইটি এডিট করে পাঠিয়েছেন।





3 comments:

  1. বইটির লেখক/সম্পাদক নজের আসছেন না। কিন্তু তা সত্ত্বেও দারুণ আকর্ষণীয় বই মনে হচ্ছে। স্ক্যানও বেশ ভাল। অনেক ধন্যবাদ নেবেন।

    ReplyDelete
  2. বইটি ডাউলোড করা যায়নি। লিঙ্কে ক্লিক করতেই OneDrive থেকে Something went wrong জানাচ্ছে।

    ReplyDelete
    Replies
    1. অনেক সময় ওয়ান ড্রাইভে এই সমস্যা হয়। অন্য ড্রাইভ থেকে ডাউনলোড করলে অসুবিধে হবে না।

      Delete