আমার উদ্দ্যেশ্য ব্যবসায়িক নয়। শুধুই বৃহত্তর পাঠকের কাছে বই পড়ার অভ্যেস ধরে রাখা। কোনো বই ভালো লাগলে কিনতে অনুরোধ করব।
আমরা এই পোস্টে নিয়ে আসব কিছু অনবদ্য শিকার কাহিনী
আমাদের আরো এক নতুন সহযোগী সুদীপ্ত শিকদার সুদূর নাইজেরিয়া থেকে এই বইটি এডিট করে পাঠিয়েছেন।
বইটির লেখক/সম্পাদক নজের আসছেন না। কিন্তু তা সত্ত্বেও দারুণ আকর্ষণীয় বই মনে হচ্ছে। স্ক্যানও বেশ ভাল। অনেক ধন্যবাদ নেবেন।
বইটি ডাউলোড করা যায়নি। লিঙ্কে ক্লিক করতেই OneDrive থেকে Something went wrong জানাচ্ছে।
অনেক সময় ওয়ান ড্রাইভে এই সমস্যা হয়। অন্য ড্রাইভ থেকে ডাউনলোড করলে অসুবিধে হবে না।
বইটির লেখক/সম্পাদক নজের আসছেন না। কিন্তু তা সত্ত্বেও দারুণ আকর্ষণীয় বই মনে হচ্ছে। স্ক্যানও বেশ ভাল। অনেক ধন্যবাদ নেবেন।
ReplyDeleteবইটি ডাউলোড করা যায়নি। লিঙ্কে ক্লিক করতেই OneDrive থেকে Something went wrong জানাচ্ছে।
ReplyDeleteঅনেক সময় ওয়ান ড্রাইভে এই সমস্যা হয়। অন্য ড্রাইভ থেকে ডাউনলোড করলে অসুবিধে হবে না।
Delete