বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

প্রতীভা বসু

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

প্রতীভা বসু
জন্ম - ১৩ই মার্চ, ১৯১৫                                                                        মৃত্যু - ১৩ই অক্টোবর, ২০০৬
বিক্রমপুর, ঢাকা, বাংলাদেশ                                                                                    কলকাতা, ভারত



আশুতোষ সোম ও সরযুবালা সোম-এর কন্যা বিয়ের পূর্বে রানু সোম নামেই বিখ্যাত ছিলেন। বাংলা সাহিত্যজগতে আত্মপ্রকাশ করার পূর্বে যিনি বাংলা সঙ্গীতজগতে সুগায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি হলেন রাণু সোম । রাণু সোম ছিলেন ছোটবেলা থেকেই কিন্নরকন্ঠী এবং তিনি একাধিক সঙ্গীত রেকর্ড করেন । মাত্র এগারো বছর বয়সে রাণু সোমের প্রথম সঙ্গীতের রেকর্ড প্রকাশিত হয় ।সঙ্গীতজগতে রাণু সোমের বিশেষ খ্যাতি ছিল বলে গ্রামোফোন কোম্পানী একসময় এই সুগায়িকাকে বছরে ছয়টি রেকর্ড অর্থাৎ বারোটি সঙ্গীত গাওয়ার চুক্তিতে আবদ্ধ করে । কাজী নজরুল ইসলাম, দিলীপ কুমার রায়, হিমাংশু দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সঙ্গীতশিক্ষা করেছেন রাণু সোম । 1934 সালে জুলাই মাসের 19 তারিখে প্রখ্যাত কবি বুদ্ধদেব বসুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে রাণু সোম বাংলার পাঠকমহলে "প্রতিভা বসু" নামে পরিচিতি লাভ করেন । প্রতিভা বসু ছিলেন সুগায়িকা, কথাসাহিত্যিক এবং পত্রিকা-সম্পাদক । 

এই শ্রদ্ধেয় কথাসাহিত্যিক 1915 সালের মার্চ মাসের 13 তারিখে অবিভক্ত ভারতবর্ষের ঢাকা জেলার বিক্রমপুর পরগনার হাঁসড়া গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে ভুমিষ্ঠ হন । এই শ্রদ্ধেয় কথাসাহিত্যিকের পিতার নাম আশুতোষ সোম, ইনি পেশায় ছিলেন কৃষি-আধিকারিক এবং মাতার নাম সরযূবালা দেবী । পিতার বদলি চাকুরির কারনে এই শ্রদ্ধেয় কথাসাহিত্যিকের বাল্যকাল মাদারিপুর, চুঁচুড়া হয়ে সবশেষে ঢাকা শহরে অতিবাহিত হয় । এই শ্রদ্ধেয় কথাসাহিত্যিক কনভেন্ট স্কুলে বিদ্যাশিক্ষা আরম্ভ করেন এবং সিনিয়র কেমব্রিজ পর্যন্ত অধ্যয়ন করেন । এই পাঠক্রম চলাকালীন ঢাকায় প্রখ্যাত কবি বুদ্ধদেব বসুর সাথে এই বরণীয়া কথাসাহিত্যিকের পরিচয় হয় । এই পাঠক্রম শেষ করার পূর্বেই মাত্র আঠারো বছর বয়সে এই বরণীয়া কথাসাহিত্যিক বুদ্ধদেব বসুর সাথে কলকাতাতে পরিণয়সুত্রে আবদ্ধ হলে কথাসাহিত্যিকের বিদ্যাশিক্ষায় ছেদ পড়ে । বিবাহ-পরবর্তী জীবনে এই বরণীয়া কথাসাহিত্যিক নিজেই সঙ্গীতচর্চা পরিত্যাগ করে সম্পুর্ণভাবে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন । এই বরণীয়া কথাসাহিত্যিক বাল্যকাল থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড়ো হয়েছেন বলে তার রচনায় কোন সংস্কারের জড়তা ছিল না । এই স্বনামধন্য কথাসাহিত্যিকের রচিত সর্বপ্রথম একটি ছোটগল্প "প্রতিভা সোম" নামে "নবশক্তি" সাপ্তাহিকে মুদ্রিত হয় । 

এই স্বনামধন্য কথাসাহিত্যিক একটি কবিতা রচনা করেন, কবিতাটি "ভারতবর্ষ" পত্রিকায় প্রকাশিত হয় । এই স্বনামধন্য কথাসাহিত্যিক উপন্যাস, ছোটগল্প এবং প্রবন্ধ মিলিয়ে শতাধিক গ্রন্থ রচনা করেন । এই স্বনামধন্য কথাসাহিত্যিকের রচিত প্রথম গল্পগ্রন্থ "মাধবীর জন্য " 1942 সালে প্রকাশিত হয় । "মাধবীর জন্য" ছাড়াও এই প্রথিতযশা কথাসাহিত্যিকের রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হল - বিচিত্র হৃদয় (1946) এবং প্রতিভা বসুর শ্রেষ্ঠ গল্প প্রভৃতি। এই প্রথিতযশা কথাসাহিত্যিকের রচিত প্রথম উপন্যাস "মনোলীনা" 1944 সালে পারিবারিক সংস্থা "কবিতা ভবন" থেকে প্রকাশিত হয় । এই উপন্যাসের বিষয়বস্তু হল স্বামী থাকাকালীন প্রেমে পড়ে পুনরায় বিবাহ । এইরূপ বিষয়বস্তুর উপর ভিত্তি করে বাংলা সাহিত্যে সর্বপ্রথম উপন্যাস রচনা করেন এই প্রথিতযশা কথাসাহিত্যিক । সেই সময়ে এইরকম একটি সাহসী রচনা করার জন্য এই প্রথিতযশা সাহিত্যিক বাংলার পাঠকমহলে প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন । 

এই প্রথিতযশা কথাসাহিত্যিক প্রথম সফলতা ও খ্যাতি লাভ করেছিলেন তার তৃতীয় উপন্যাস "মনের ময়ুর" রচনা করে । এই উপন্যাসটি 1952 সালে প্রকাশিত হয় । "মনোলীনা" এবং "মনের ময়ুর" ছাড়াও এই খ্যাতনামা কথাসাহিত্যিকের রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল - সেতুবন্ধ (1947), বিবাহিতা স্ত্রী (1954), মেঘের পরে মেঘ (1958), মধ্যরাতের তারা (1958), সমুদ্রহৃদয় (1959), বনে যদি ফুটলো কুসুম (1961), সমুদ্র পেরিয়ে (1975) প্রভৃতি । এই খ্যাতনামা কথাসাহিত্যিক "মহাভারতের মহারণ্যে" নামে একটি প্রবন্ধ এবং "জীবনের জলছবি" নামে একটি আত্মজীবনী রচনা করেন । এই খ্যাতনামা কথাসাহিত্যিকের রচিত গ্রন্থগুলি মধুর রচনাভঙ্গি এবং কাহিনী বর্ণনার অন্তরঙ্গতার জন্য পাঠকদের মনে বিশেষভাবে দাগ কেটেছিল । এই খ্যাতনামা কথাসাহিত্যিকের একাধিক গল্প ও উপন্যাস ছায়াছবিতে রূপায়িত হয় । এই খ্যাতনামা কথাসাহিত্যিক "ছোটগল্প" এবং "বৈশাখী" নামে দুইটি পত্রিকা সম্পাদনাও করেন । এই মহামান্য কথাসাহিত্যিক নিজের সাহিত্যকীর্তির জন্য আনন্দ পুরস্কার, লীলা পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে "ভূবনমোহিনী স্বর্ণপদক" লাভ করেন । সারমেয়প্রীতির জন্য এই মহামান্য কথাসাহিত্যিকের অন্য পরিচিতি আছে । প্রতিভা বসুর কন্যা মীনাক্ষী দত্ত ও নাতনী কঙ্কাবতী দত্তও বাংলা সাহিত্যে পরিচিত নাম।

2006 সালের ডিসেম্বর মাসের 13 তারিখে কলকাতা শহরে মধ্যস্থিত নাকতলায় নিজ বাসভবনে এই মহামান্য কথাসাহিত্যিক মৃত্যুবরণ করেন । এই মহামান্য কথাসাহিত্যিকের রচিত গ্রন্থগুলি বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে এক অমূল্য রত্নভাণ্ডার হিসাবে বিবেচিত হয় ।

কৃতজ্ঞতা - Shining Subir.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

1 comment:

  1. Pothe Holo Deri boi ta upload koroon please 🥺

    ReplyDelete