এই পোস্টে নিয়ে আসব
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নানা শিশুতোষ রচনা সম্ভার
আমাদের আরো এক নতুন সহযোগী অভিষেক দে একের পর এক দুর্দান্ত সব বই স্ক্যান করে আমাদের সমৃদ্ধ করে চলেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার উদ্দ্যেশ্য ব্যবসায়িক নয়। শুধুই বৃহত্তর পাঠকের কাছে বই পড়ার অভ্যেস ধরে রাখা। কোনো বই ভালো লাগলে কিনতে অনুরোধ করব।
কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না
ReplyDeleteএই কাজগুলি অক্লান্ত যাঁরা করে চলেছেন তাঁদের ধন্যবাদ দেওয়া যায় কি? এঁরা ইতিহাসের কারিগর।🙏 সময় যখন এঁদের অবদান মেনে নেবে তখন এঁরা বা আমরা, পাঠকেরা, অনেকেই হয়তো থাকব না। তবু এই কাজগুলি থাকবে।
ReplyDeleteojosro dhonyobad. online e porbar kono upaay thakle bhalo hoto.
ReplyDeleteLink to deoa ache. Apni ki porte parchen na>
ReplyDeleteউপেন্দ্রকিশোর রায়চৌধুরী এর "ভূত পেত্নী রাজা রাণী" বইটি কি কোনও ভাবে শেয়ার করা সম্ভব।
ReplyDelete