বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

Friday, 19 August 2022

বেতাল পঞ্চবিংশতি ও ৩২ সিংহাসন

   এই পোস্টে বেতাল পঞ্চবিংশতি ও ৩২ সিংহাসন-এর ওপর ভিত্তি করে যত বই বাংলায় প্রকাশিত হয়েছে, সব এক এক করে তুলে আনব।

আজ নিয়ে এলাম সাহিত্য তীর্থ প্রকাশিত এই বইটি যা তুলি কলম ও একই ইলাস্ট্রেশন-এর সাথে প্রকাশ করেছিল।


ডাউনলোড - বেতাল পঞ্চবিংশতি ও বত্রিশ সিংহাসন




4 comments:

  1. কমেন্ট করতে কারো কি সমস্যা হচ্ছে? তাহলে ফেসবুকে জানাবেন, কি সমস্যা হচ্ছে।

    ReplyDelete
  2. অসাধারণ স্ক্যান ও এডিট। কোয়ালিটিও দুর্দান্ত। স্ক্যানাড়ু ও এডিটারকে প্রভূত ধন্যবাদ জানাই বইটি পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমি অভিভূত।

    ReplyDelete
  3. দাম কতা এর

    ReplyDelete
  4. Oshadharon. Ei boiti bohukal pore pelam. Onek onek dhonyobad.

    ReplyDelete